বিনোদন
জগদ্ধাত্রী: রাজনাথের সর্বনাশের ইঙ্গিত দিল কে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে রোমাঞ্চকর মোড় এসেছে। মেহেন্দি তার শাশুড়ি বৈদেহিকে জানায় কৌশিকী মুখার্জির চেয়ার পেতে তার আর খুব একটা দূরত্ব বাকি নেই। ঠিক তখনই প্রীতি জানতে চায় উৎসব কেন এত টাকা খরচ করছে। মেহেন্দি প্রীতিকে বলে এত কথা তাকে মানায় না।
এদিকে স্বয়ম্ভু রাজনাথকে সরাসরি জিজ্ঞাসা করে কেন সে জগদ্ধাত্রী উপরে হামলা চালাতে গিয়েছিল। রাজনাথ ক্ষিপ্ত হয়ে জানায় সে কাউকে টাকা দিয়ে জগদ্ধাত্রীকে মারার জন্য লোক পাঠায়নি।
অন্যদিকে, কৌশিকী ফোন থেকে রাজনাথকে ফোন করে নিজের পরিচয় না দিয়ে জানায় তার অফিসে টাকা পয়সার রীতিমতো নয় ছয় করা হচ্ছে।