জগদ্ধাত্রী কি পারবে কৌশিকীর খুনিকে খুঁজতে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর গত পর্বগুলোতে দেখা গেছে যে, জগদ্ধাত্রী এবং কৌশিকী মিলে কৌশিকীর খুনিকে খুঁজে বের করার চেষ্টা করছে। এর মধ্যেই উৎসব এবং মেহেন্দি কাকনকে ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। মেনান সেটা জগদ্ধাত্রীকে জানিয়ে দেয়।
জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু কেসের তদন্ত করছে। ঠিক তখনই জগদ্ধাত্রীর উপর আবারো আক্রমণ হয়। স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বাঁচাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা।
মেহেন্দি তার শাশুড়ি বৈদেহিকে জানায় যে, কৌশিকীর চেয়ার পেতে তার আর একটুখানি দূরত্ব বাকি। প্রীতি তখন জানায় যে, উৎসব টাকা খরচা করেছে। মেহেন্দি প্রীতিকে বলে যে, এত কথা তাকে মানায় না।
*জগদ্ধাত্রী কি পারবে কৌশিকীর খুনিকে উদ্ধার করতে?*
জগদ্ধাত্রী একজন দক্ষ পুলিশ অফিসার। তিনি এবং কৌশিকী মিলে কেসের তদন্ত করছেন। তাদের কাছে অনেক তথ্য রয়েছে। তারা যদি এই তথ্যগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে তাহলে তারা খুনিকে ধরতে পারবেন।
এর মধ্যেই উৎসব এবং মেহেন্দি কাকনকে ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এই ঘটনাটি জগদ্ধাত্রীর তদন্তকে ব্যাহত করতে পারে। যদি জগদ্ধাত্রী কাকনকে খুঁজে পেতে পারে তাহলে সে খুনি সম্পর্কে আরও তথ্য জানতে পারবে।
জগদ্ধাত্রীর উপর আবারো আক্রমণ হয়েছে। এই আক্রমণটি খুনি করেছে কিনা সেটাও দেখার অপেক্ষা। যদি খুনিই এই আক্রমণ করে থাকে তাহলে তার উদ্দেশ্য কী? সে কি জগদ্ধাত্রীকে খুন করতে চায়?
মেহেন্দির কথাবার্তা থেকে বোঝা যায় যে, সে কৌশিকীর চেয়ার পেতে উৎসাহী। সে যেকোনো মূল্যে সেই চেয়ার পেতে চায়। তার এই উচ্চাকাঙ্ক্ষা কি তাকে খুনি বানিয়ে তুলবে?
জগদ্ধাত্রী কি পারবে কৌশিকীর খুনিকে উদ্ধার করতে? এই প্রশ্নের উত্তর পরবর্তী পর্বগুলোতেই জানা যাবে।