বিনোদন

জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু রাজনাথকে জিজ্ঞাসাবাদ করছে একসঙ্গে, আসল সত্য উঠে আসবে কি?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর নতুন পর্বে দেখা গেল, জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু এক কেসের তদন্ত করছেন। এই কেসে রাজনাথের নাম জড়িয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাই জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু তাকে জিজ্ঞাসাবাদ করলেন।

জগদ্ধাত্রী রাজনাথকে জিজ্ঞাসা করলেন, তিনি কি জগদ্ধাত্রীর উপর হামলা চালানোর জন্য লোক পাঠিয়েছেন? এই প্রশ্ন শুনে রাজনাথ ভীষণই রেগে গেলেন। তিনি জগদ্ধাত্রীকে বললেন, তিনি কখনোই এমন কাজ করবেন না। তিনি জগদ্ধাত্রীর প্রতি শ্রদ্ধাশীল।

স্বয়ম্ভু রাজনাথকে আরও কিছু প্রশ্ন করলেন। তিনি জানতে চাইলেন, রাজনাথের সাথে কে এই কেসের সাথে জড়িত। রাজনাথ এই প্রশ্নের উত্তর দিতে চাইলেন না। তিনি বললেন, তিনি এই বিষয়ে কিছু জানেন না।

জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু রাজনাথের উত্তরে সন্তুষ্ট হলেন না। তারা মনে করলেন, রাজনাথ কিছু একটা গোপন করছেন। তাই তারা তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

এদিকে, মেহেন্দি তার শাশুড়ি বৈদেহিকে বলছেন, তিনি কৌশিকী মুখার্জির চেয়ার পেতে খুবই আগ্রহী। তিনি জানেন, এই চেয়ার পেলে তিনি অনেক কিছু করতে পারবেন।

ঠিক তখনই প্রীতি এসে মেহেন্দিকে বলল, উৎসব অনেক টাকা খরচ করছে। মেহেন্দি প্রীতিকে বলল, উৎসব তার নিজের টাকা খরচ করছে। তাকে নিয়ে এত কথা বলা উচিত নয়।

এই পর্বে দেখা গেল, জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু রাজনাথকে জিজ্ঞাসাবাদ করছেন। রাজনাথের উত্তরে তারা সন্তুষ্ট হলেন না। অন্যদিকে, মেহেন্দি এবং প্রীতির মধ্যে কথা কাটাকাটি হল।

Related Articles