বিনোদন
জগদ্ধাত্রীর থেকে কোন সত্যি এড়িয়ে যাচ্ছে কৌশিকী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে রোমাঞ্চের তুঙ্গে। রাজনাথ তার প্রথম সন্তান স্বয়ংকে মেনে নিতে পারছেন না। স্বয়ং তার বাবাকে ফিরে পেতে চায়।
হঠাৎ করেই সাধুদা এবং কৌশিকীর মধ্যে ঝামেলা দেখা দেয়। সাধুদা কৌশিকীকে জানান যে স্বয়ং এই কেসটি দেখছে এবং রাজনাথ মুখার্জিকে গ্রেপ্তার করবে।
কৌশিকী রাজনাথকে সাবধান করে এবং বলে যে তার গায়ে যেন কোন আঁচড় না আসে।
জগদ্ধাত্রী এবং কৌশিকী মিলে কৌশিকীকে গুলি কে করেছে তা খুঁজে বের করার চেষ্টা করছে।
এদিকে, কাকন উৎসব এবং মেহেন্দিকে ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু মেনান জগদ্ধাত্রীকে সব জানিয়ে দেয়।