বিনোদন

জগদ্ধাত্রীকে ফাঁসানোর জন্য ভুয়ো কেস তৈরি করতে চায় মেহেন্দি! কী করবে জ্যাস?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে গত পর্বগুলিতে দেখা গেছে, উৎসব তার বাবাকে শাস্তি দেওয়ার জন্য জগদ্ধাত্রীকে চ্যালেঞ্জ দিয়েছে। জগদ্ধাত্রীও উৎসবকে সোজা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, মল্লিকা দেবী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জগদ্ধাত্রী তাকে দেখতে হাসপাতালে গেছে।

জগদ্ধাত্রী মনে করে, মল্লিকা দেবীকে গুলি করেছে দেবো। দেবো মুখার্জি পরিবারের চড়ুইভাত হওয়ার ভান করে ষড়যন্ত্র করছে। তার টার্গেট জগদ্ধাত্রী এবং কৌশিকী। জগদ্ধাত্রী দেবোকে তার ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়েছে।

Related Articles