বিনোদন
গাড়িতে উঠছিলেন ভাইজান, তার আগেই পাপারাজ্জিদের চিৎকার! সকলের সামনে মেজাজ হারালেন সালমান

বলিউডের সুপারস্টার সলমন খান আবারও পাপারাজ্জির কারণে মেজাজ হারিয়েছে। মঙ্গলবার সোহেল খানের জন্মদিনের অনুষ্ঠানে মা সালমা খানের সঙ্গে বেরিয়েছিলেন সলমন। সেই সময় পাপারাজ্জিরা তাদের ছবি তোলার জন্য চিৎকার করতে থাকে। সলমন খানের মেজাজ তখনই বিগড়ে যায়। তিনি ক্যামেরার সামনেই পাপারাজ্জিদের চুপ করতে বলেন।
জানা গেছে, সালমা খান অসুস্থ। সেই কারণেই সলমন খান তার মাকে গাড়িতে তুলে দিতে এসেছিলেন। হয়তো মায়ের অসুস্থতার কথা ভেবেই তিনি পাপারাজ্জিদের চিৎকারে এতটা বিরক্ত হয়েছিলেন।
নেটিজেনদের অনেকেই মনে করছেন, পাপারাজ্জিদের অতিরিক্ত চিৎকারে সলমন খান মেজাজ হারিয়েছে। তারা বলছেন, পাপারাজ্জিদের উচিত হলো তার মতো জনপ্রিয় তারকাদের প্রাইভেসি দিতে।
গত বছরের ডিসেম্বর মাসে সলমন খান পাপারাজ্জির গাড়িতে হামলা করেছিলেন। সেই ঘটনায় তিনি গ্রেফতারও হয়েছিলেন।