বিনোদন

কৌশিকীর কথা শুনে চিন্তায় পড়ে গেল জগদ্ধাত্রী! কিন্তু কেন?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে আসল অপরাধী সন্ধানে জগদ্ধাত্রী আরেক ধাপ এগিয়ে গেল। কৌশিকীকে গুলি করার চেষ্টা করেছে কে, তা জানার জন্য জগদ্ধাত্রী কৌশিকীর সঙ্গে হাত মিলিয়েছেন। কৌশিকীর কাছ থেকে জগদ্ধাত্রী জানতে পারলেন, তার অফিসের কেবিনে সিসিটিভি লাগানো রয়েছে। জগদ্ধাত্রী সেই সিসিটিভি ফুটেজ দেখে আসল অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছেন।

জগদ্ধাত্রী তদন্ত করতে গিয়ে জানতে পারলেন, কৌশিকীর অফিসের এক কর্মচারী দেবুদা কৌশিকীর ফাইল চুরি করছিল। দেবুদা তার বছরের টাকা বাড়ানোর জন্য এই ফাইল চুরি করছিল। জগদ্ধাত্রী দেবুদার সঙ্গে ধাক্কা খেয়ে তার ফাইল পাল্টে ফেললেন। এখন জগদ্ধাত্রী সেই ফাইল দেখে আসল অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছেন।

জগদ্ধাত্রীর তদন্তে আসল অপরাধী সন্ধানে আরেক ধাপ এগিয়ে গেল। আগামী পর্বগুলিতে দেখা যাবে, জগদ্ধাত্রী কিভাবে আসল অপরাধীকে খুঁজে বের করতে পারেন।

Related Articles