বিনোদন
কৌশিকীর ওপর ঘনিয়ে আসছে বিপদ, কী করবে জ্যাস?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে কৌশিকীকে হত্যার রহস্য উদঘাটনের জন্য তার মেয়ে কাকনকে সাহায্য করার চেষ্টা করছে।
কিন্তু কাকন খুবই ছোট। সে তার মায়ের কথা সবসময় বুঝতে পারে না। কৌশিকী তার মেয়েকে বুঝিয়ে দিচ্ছে তার সমস্ত ফাইলপত্র কোথায় আছে।
কিন্তু কাকন কাঁদতে কাঁদতে তার মায়ের কথা ঠিকমতো শুনতে পারছে না। সে শুধু বুঝতে পারছে যে তার মা খুব বিপদে আছে।