বিনোদন

কৌশিকীকে গুলি করার পিছনে নির্দেশ ছিল উৎসবের? নাকি সবটাই গুরু শর্মার চক্রান্ত?

 

এখনও পর্যন্ত কৌশিকিকে আগলে আগলে রাখছে জগদ্ধাত্রী। কিন্তু করিডোরে হঠাৎ করেই জগদ্ধাত্রী নাম ধরে ডাকায় সেভাবে কোন অচেনা ব্যক্তি তাকে ডাকছে। কিন্তু জগদ্ধাত্রীকে ডেকে জানাই রাজনাথ সন্দেহ করছে জগদ্ধাত্রী বেঁচে আছে বলে।

জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির বারে বারে মনে হচ্ছে যে তার ওপর আবারো হামলা হতে চলেছে। জগদ্ধাত্রী এ কথা শোনার পরেই স্বয়ম্ভকে সতর্ক করে দেয় কেউ যেন তার বড়দি অর্থাৎ কৌশিকির উপরে হামলা করতে না পারে।

জগদ্ধাত্রী এখন রয়েছে গা ঢাকা দিয়ে কেউ তাকে জানতে পারছে না যে সে বেঁচে রয়েছে। এর মধ্যে থেকেই সে কৌশিক ওপর হামলার তদন্ত চালাচ্ছে আর তদন্ত করতে গিয়েই এবারে উঠে এলো উৎসবের নাম।

Related Articles