বিনোদন

কী দারুণ অভিনয়! স্যাম বাহাদুর দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকার, প্রশংসায় ভরালেন ভিকি কৌশলকে

 

শুক্রবার মুক্তি পেয়েছে ভিকি কৌশলের ছবি ‘স্যাম বাহাদুর’। মুক্তির পরপরই ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। শনিবার ছবিটি দেখতে এলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শচীন তেণ্ডুলকর। সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি তেণ্ডুলকরও।

শচীন তেণ্ডুলকর, জাহির খান, অজিত আগরকার সকলেই একাত্তরের মুক্তিযুদ্ধের আবহে তৈরি এই ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন। শচীন তেণ্ডুলকর বলেন, “ছবিটি খুবই ভালো হয়েছে। স্যাম বাহাদুরের চরিত্রে ভিকি কৌশলের অভিনয় অসাধারণ। ছবির গল্প, চিত্রনাট্য, পরিচালনা সবকিছুই খুবই ভালো লেগেছে।”

জাহির খান বলেন, “ছবিটি দেখে আমি অনেক কেঁদেছি। স্যাম বাহাদুরের জীবনের গল্প খুবই অনুপ্রেরণামূলক। ছবিটি দেখে আমাদের ইতিহাসের সেই সময়ের কথা স্মরণ হলো।” অজিত আগরকার বলেন, “ছবিটি খুবই মানবিক। স্যাম বাহাদুরের চরিত্রটি আমাদের সবাইকে অনুপ্রেরণা দেবে।”

‘স্যাম বাহাদুর’ ছবিটিতে স্যাম বাহাদুরের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ছবিটি পরিচালনা করেছেন অনিন্দ্য চক্রবর্তী। ছবিটিতে স্যাম বাহাদুরের স্ত্রী রূপে অভিনয় করেছেন ইয়ামি গৌতম।

Related Articles