বিনোদন

ঐশ্বর্য-অভিষেকের বিবাহবিচ্ছেদের গুজব সম্পূর্ণ মিথ্যা! দাবি করা হলো পরিবারের তরফ থেকে

 

গত কয়েকদিন ধরে বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। এমনকি, খবর ছড়িয়েছিল যে ঐশ্বর্য বচ্চন পরিবারের বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে, এইসব গুজবের কোনো ভিত্তি ছিল না বলে জানা গেছে।

আজতক হিন্দি-র খবর অনুযায়ী, ঐশ্বর্য-অভিষেক এখনও একসাথে আছেন এবং তাঁরা বাবা অমিতাভ বচ্চনের সঙ্গেই থাকেন। তাঁদের বিবাহবিচ্ছেদের গুজব সম্পূর্ণ মিথ্যা এবং এইসব প্রতিবেদন সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে। এই কথা স্বয়ং নিজে মুখে স্বীকার করেছেন অভিষেক এবং ঐশ্বর্য।

ঐশ্বর্য রাই বচ্চনের একজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “ঐশ্বর্য এবং অভিষেক এখনও একসাথে আছেন। তারা একসাথেই সময় কাটাচ্ছেন এবং তাদের বিবাহ সুখী এবং মজবুত।” তবে ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্ক ঠিক ঠাক থাকলেও ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের মা অর্থাৎ জয়ার সম্পর্ক কেমন তা নিয়ে চর্চা চলছেই। জানা যাচ্ছে সামনে সব ঠিকঠাক বললেও, বচ্চন পরিবারের অন্তরে শাশুড়ি এবং ননদের সঙ্গে মোটেই ভালো সম্পর্ক নয় ঐশ্বর্যর।

Related Articles