বিনোদন
এবার মুখোমুখি বসিয়ে উৎসবকে জেরা করবে জগদ্ধাত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে কৌশিকী গুলি খেয়েছেন। কৌশিকী হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থা সংকটজনক। এই ঘটনায় জগদ্ধাত্রী খুবই মর্মাহত। তিনি প্রতিজ্ঞা করেছেন, আসল দোষীদের কৌশিকী সামনে এনে দাঁড় করাবেন।
জগদ্ধাত্রী যে গুম হয়ে গেছেন সেই খবর বাইরে ছড়িয়ে পড়েছে। জগদ্ধাত্রীর শ্বশুর তার বসকে ফোন করে জানান, তাদের ডিপার্টমেন্টের জ্যাস সান্যাল এর খবর পাওয়া যাচ্ছে না।
জগদ্ধাত্রী উঠে পড়ে লেগেছেন উৎসবকে শায়েস্তা করার জন্য। মেহেন্দি এবং উৎসব কৌশিকীর জায়গা নিয়ে নিয়েছে। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না জগদ্ধাত্রী।