একই দিনে বড় পর্দায় অভিষেক মিঠাই ও মিষ্টির! মিষ্টিকে শুভেচ্ছা জানালেও মিঠাইকে নিয়ে শব্দ খরচ করলেন না আদৃত

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবার দেবের বিপরীতে বড়পর্দায় অভিষেক করছেন। এই ছবির নাম “প্রধান”। এই ছবিতে সৌমিতৃষা দেবের স্ত্রী রুমির চরিত্রে অভিনয় করবেন। ছবিটি আগামী ২২শে ডিসেম্বর মুক্তি পাবে।
এইদিনই মিঠাইয়ের অনস্ক্রিন কন্যে অনুমেঘা কাহালির প্রথম ছবি “কাবুলিওয়ালা”ও মুক্তি পাবে। এই ছবিতে অনুমেঘা মিনির চরিত্রে অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করেছেন সুমন ঘোষ। ছবিতে মিনির বাবা কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও ছবিতে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকাররা।
সৌমিতৃষা এবং অনুমেঘার বড়পর্দায় অভিষেক নিয়ে ভক্তরা দারুণ উৎসাহী। সৌমিতৃষার অভিষেক ছবি “প্রধান”-এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েছে। অনুমেঘার ছবি “কাবুলিওয়ালা”-এর ট্রেলারও প্রকাশিত হয়েছে। ট্রেলার দেখে অনুমেঘার অভিনয় দর্শকদের মন জয় করেছে।
সৌমিতৃষার স্বামী আদৃত রায়ও অনুমেঘার অভিষেক নিয়ে উচ্ছ্বসিত। তিনি অনুমেঘাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “ছোট্ট মিষ্টি অনুমেঘা! কাবুলিওয়ালার জন্য তোমাকে অফুরান শুভেচ্ছা… খুব ভালো লাগছে আমার প্রিয় অভিনেতার সঙ্গে তোমাকে এক পোস্টারে দেখে, সারা শহর জুড়ে তোমাদের হোর্ডিং… মহাগুরুর সঙ্গে। প্রথমদিনই এই ছবিটা দেখব ঠিক করে ফেলেছি।”