বিনোদন

আবার পরমব্রতর সিনেমায় গান লিখবেন অনুপম, নেপথ্যে দেব-সৃজিত!

 

বিনোদন দুনিয়ায় সম্পর্ক, বিবাদ সবই ক্ষণস্থায়ী। দীর্ঘদিন ধরে বিবাদে থাকা সৃজিত মুখোপাধ্যায় এবং দেব এবার একসঙ্গে কাজ করতে চলেছেন। তাদের নতুন ছবির নাম হবে ‘টেক্কা’। এই ছবিটি পরিচালনা করবেন সৃজিত এবং প্রযোজনা করবেন দেব।

সৃজিত এবং দেবের মধ্যে বিবাদের শুরু হয়েছিল ‘ব্যোমকেশ বক্স অফিসে’ মুখোমুখি হওয়ার পর। এরপর পুজোয় তাদের ছবি ‘বাঘা যতীন’ এবং ‘দশম অবতার’ও একসঙ্গে মুক্তি পেয়েছিল। কিন্তু এবার তাদের মধ্যে কোনও বাদানুবাদ হয়নি। কারণ তারা দুজনেই পেশাদার। তাই কাহিনি পছন্দ হলে সৃজিতের পরিচালনায় কাজ করতে কোনও আপত্তি নেই দেবের।

ছবিতে দেবের সঙ্গে রুক্মিণী মৈত্রও থাকছেন। এছাড়াও থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়।

ছবির কাজ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। জানা যাচ্ছে, ২০২৪ সালের পুজোয় এই ছবিটি মুক্তি পেতে পারে।

Related Articles