বিনোদন

‘অ্যানিম্যাল’-এ তৃপ্তি কি শুধুই যৌন আবেদন বাড়ানোর জন্য? কী মন্তব্য করলেন পরিচালক?

 

বলিউডের জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কপূর এবং রশ্মিকা মন্দনা। তবে ছবিতে নজর কেড়েছেন ববি দেওল এবং তৃপ্তি ডিমরিও।

ছবিতে ববি দেওল খল চরিত্রে জোরালো অভিনয় করে নিজের অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। অন্য দিকে, পর্দায় খুব একটা সময় না পেলেও বিশেষ চরিত্রে ছাপ রেখেছেন তৃপ্তি।

তৃপ্তির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তবে ছবির প্রযোজক প্রণয় রেড্ডি বঙ্গা তৃপ্তির প্রশংসায় পঞ্চমুখ দর্শকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “তৃপ্তি ভাল কাজ করেছেন। তবে রশ্মিকার এর থেকে অনেক বেশি প্রশংসা প্রাপ্য। গীতাঞ্জলি অত্যন্ত বলিষ্ঠ একটা চরিত্র। সমালোচকেরা, বিশেষত নারীবাদীদের যদিও ওই চরিত্র নিয়ে অনেক সমস্যা আছে। রশ্মিকা ওই চরিত্রে খুব ভাল কাজ করেছেন। রণবীর এখন দেশের সেরা তিন অভিনেতাদের মধ্যে এক জন। তাঁর মতো অভিনেতার পাশে দাঁড়িয়ে পাল্লা দিয়ে কাজ করেছেন রশ্মিকা। কিন্তু মুম্বইয়ে কেউ তাঁকে নিয়ে কথা বলছেন না। সবাই তৃপ্তিকে নিয়ে ব্যস্ত। হয়তো প্রচারমূলক সংস্থাগুলোর কাজই এটা।”

প্রণয়ের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়াতে তৃপ্তির প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, “তৃপ্তি শুধুমাত্র অভিনয় দিয়েই দর্শকদের মন জয় করেছেন। তার প্রশংসা না করে প্রযোজককে উচিত ছিল রশ্মিকার পাশে দাঁড়ানো। একজন প্রযোজকের উচিত হল তার শিল্পীদের মূল্যায়ন করা, তাদের প্রশংসা করা। প্রণয় রেড্ডি বঙ্গা সেটা করতে পারেননি।”

Related Articles