বিনোদন

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন ভক্তদের আসতে নিষেধ করলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান!

 

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা অযোধ্যায় আসছেন। কিন্তু উদ্বোধনের দিন অযোধ্যায় যে ভিড় উপচে পড়তে পারে, সেই আশঙ্কা থেকেই ভক্তদের শহরে আসতে নিষেধ করেছে রামমন্দির ট্রাস্ট।

রামমন্দির ট্রাস্টের সচিব চম্পত রাই বলেছেন, ‘‘আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় আসার দরকার নেই।’’ তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘‘ওই দিন অযোধ্যায় না এসে বাড়ির কাছে কোনও মন্দিরে ‘আনন্দ মহোৎসব’ পালন করতে পারেন।’’

চম্পত রাই আরও বলেন, ‘‘ছোট-বড়, যে কোনও দেবতারই মন্দিরে যান ২২ জানুয়ারি। অযোধ্যায় আসবেন না।’’ উত্তরপ্রদেশ প্রশাসনও ভক্তদের শহরে আসতে নিষেধ করার আবেদন জানিয়েছে। প্রশাসনের আশঙ্কা, উদ্বোধনের দিন অযোধ্যায় ভিড়ের কারণে যানজট, বিশৃঙ্খলা এবং নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে।

Related Articles