বিনোদন

অবশেষে হলো স্বপ্নপূরণ! নিজের বাড়ি কিনলেন শ্রুতি দাস

 

কলকাতার অভিনেত্রী শ্রুতি দাস ২০১৯ সালে ‘ত্রিনয়নী’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর একের পর এক সিরিয়ালে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। কিছুদিন আগে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রুতি।

শুক্রবার শ্রুতির আরেকটি স্বপ্ন পূরণ হল। এতদিন কলকাতায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। এবার নিজস্ব একটি বাড়ি কিনলেন শ্রুতি। শুক্রবারই বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান সম্পন্ন হয়।নতুন বাড়িতে প্রবেশ করে আবেগপ্রবণ শ্রুতি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বাড়ির কিছু ছবি পোস্ট করে তিনি বলেন, “অনেক দিন ভাড়া বাড়িতে ছিলাম। অনেক পরিশ্রম করেছি। পেয়িং গেস্ট হিসাবে থেকেছি। মেসেও ছিলাম অনেক দিন। সেখানে দাঁড়িয়ে মা-বাবাকে একটা বাড়ি তৈরি করে দিতে পারলাম, এই উপলব্ধিটাই আলাদা। সবচেয়ে মজার ব্যাপার হল আমি আর আমার বর একসঙ্গে বাড়ি কিনেছি। ওর ফ্ল্যাট দোতলায় আর আমার ফ্ল্যাট এক তলায়। আর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মা-বাবাকে কাছে রাখব, দূরে রাখব না। মিষ্টি ব্যাপার, আমার বাপের আর শ্বশুরবাড়ি উপর-নীচে। ভগবানের আশীর্বাদে আমার ইচ্ছা পূর্ণ হয়েছে।”

শ্রুতির নতুন বাড়ি কলকাতার সল্টলেকের একটি অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত। বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম, তিনটি বাথরুম, একটি লিভিং রুম, একটি ডাইনিং রুম এবং একটি কিচেন। বাড়ির সামনে রয়েছে একটি ছোট বাগান।
শ্রুতি জানান, আগামী বছরের মার্চ মাসে তিনি নতুন বাড়িতে পাকাপাকিভাবে উঠবেন। এরপরই পুরোদমে অভিনয় জগতে ফিরবেন তিনি।

Related Articles