বিনোদন

অনেক হয়েছে, এবার উৎসবকে উচিত শিক্ষা দেবে জগদ্ধাত্রী!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর আজকের পর্বে দেখানো হয়েছে, জগদ্ধাত্রী কৌশিকীকে আগলে আগলে রাখছে। কিন্তু হঠাৎ করেই করিডোরে কেউ একজন জগদ্ধাত্রী নাম ধরে ডাকে। জগদ্ধাত্রী ভাবতে থাকে যে, তাহলে কি রাজনাথ জানতে পেরেছে যে সে বেঁচে আছে?

এরপর জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে এসে তাকে জানায় যে, কৌশিকির বারে বারে মনে হচ্ছে যে তার ওপর আবারো হামলা হতে চলেছে। জগদ্ধাত্রী এ কথা শোনার পরেই স্বয়ম্ভকে সতর্ক করে দেয় যে, কেউ যেন কৌশিকির উপরে হামলা করতে না পারে।

কৌশিকী হাসপাতালে রয়েছে সেই কারণেই সমরেশ তার সঙ্গে দেখা করতে এসেছে। কিন্তু কৌশিকী সমরেশকে জানায় যে, সে তার থেকে এতটাই দূরে সরে গিয়েছে যে, চাইলেও সে কাছে আসতে পারবে না।

Related Articles