৩০ বছর পর ডর নিয়ে প্রকাশ্যে কথা বললেন সানি দেওল, তবে কি বরফ গলল সানি-শাহরুখের মধ্যে?

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডর’ ছবিতে প্রথম দেখা গিয়েছিল শাহরুখ খান এবং সানি দেওলের। কিন্তু শোনা যায়, এই ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সানির। ফলে তার পর থেকে তাঁরা আর কখনও একসঙ্গে কাজ করেননি।
কিন্তু সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়। শাহরুখ এবং সানির ক্ষেত্রেও তেমনই ঘটেছে। সম্প্রতি ‘গদর ২’ ছবির সাকসেস পার্টিতে শাহরুখ এবং সানিকে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়।এই প্রসঙ্গে সানি বলেন, “আমি ওর কাছে কৃতজ্ঞ। মনে আছে, ওর সঙ্গে আমার যখন কথা হয়, তখন ও দুবাইয়ে ‘জওয়ান’-এর প্রচারে ব্যস্ত। ভেবেছিলাম, ও আসবে না। কিন্তু ওখান থেকে ও সরাসরি এসেছিল।”
সানি বলেন, “খুব অল্প সময়ের জন্যই ও এসেছিল। তার পর ওর সঙ্গে আর দেখা করার সুযোগ হয়নি। কিন্তু সুযোগ পেলে খুব ভাল লাগবে।”সানি নিজেও বিশ্বাস করেন, সময়ের সঙ্গে সব ক্ষত সেরে যায়। তিনি বলেন, “অল্প বয়সে সব কিছু অন্য রকম থাকে। কিন্তু সময়ের সঙ্গে আমরা আরও পরিণত হই এবং জীবনের গুরুত্ব বুঝতে পারি।”
শুধু শাহরুখ নয়, সলমন প্রসঙ্গেও খোলা মনে কথা বলেছেন সানি। তিনি বলেন, “ওর সঙ্গে সে বার গোয়ায় দেখা হয়েছিল। প্রচুর আড্ডা দিয়েছি। আমরা এক সঙ্গে কাজ করার কথাও ভেবেছি।”
সানি জানান, এক বার সলমন তাঁকে ফোন করে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন যে, তিনি সানিকে প্রচণ্ড ভালবাসেন।
এর পর আমির খান প্রযোজিত ‘লাহোর’ ছবিতে অভিনয় করবেন সানি। ১৯৪৭-এর দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি। ‘গদর ২’-এর পার্টিতেই যে এই ছবির বীজ পোঁতা ছিল, সে কথাও জানান সানি।