বিনোদন
১৬ বছর পর একসঙ্গে পর্দায় মিঠুন-দেবশ্রী, প্রযোজক হিসেবে থাকছেন সোহম

বুধবার থেকে শুরু হয়ে গেল পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’ ছবির শুটিং। এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি।
ছবিটিতে মিঠুন অভিনয় করছেন একজন জ্যোতিষীর চরিত্রে। দেবশ্রী তার স্ত্রী। ছবিতে তাদের সম্পর্কের দ্বন্দ্ব থাকবে। সেই দ্বন্দ্বে জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথও তুলে ধরা হবে।
ছবির প্রযোজক সোহম চক্রবর্তী। তিনি জানান, ছবির গল্প খুবই আকর্ষণীয়। তাই মিঠুনকে রাজি করাতে খুব কষ্ট হয়নি। মিঠুনও ছবির গল্প শুনে খুবই উৎসাহিত হয়েছিলেন।
ছবিতে মিঠুন-দেবশ্রীর পাশাপাশি আরও অভিনয় করছেন সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য। সোহমও ছবিতে একটি চরিত্রে অভিনয় করছেন।