স্বামীর কোন গুণ দেখে প্রেমে পড়েছিলেন সন্দীপ্তা? নিজ মুখেই জানালেন অভিনেত্রী!

৭ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন। পাত্র সৌম্য মুখোপাধ্যায়। প্রেমপর্বের পর চারহাত এক হবে তাঁদের।
সন্দীপ্তা ও সৌম্যর প্রেম গল্প শুরু হয়েছিল এক বছর আগে। দুজনেরই কাজের সূত্রে আলাপ। সেই আলাপ গড়িয়ে প্রেমে রূপ নেয়। সন্দীপ্তা জানান, দেখা হওয়ার অনেক মাস পরে বুঝতে পেরেছিলেন তাঁরা পরস্পরকে পছন্দ করেন। সৌম্যই প্রথম জানিয়েছিলেন ভালবাসার কথা। দীর্ঘ দিন তাঁরা ফোনেই কথা বলেই কাটিয়েছেন।
সন্দীপ্তা জানান, সৌম্যর সততা ও মিষ্টি হাসিতে তিনি মুগ্ধ। তিনি বলেন, “ওর (সৌম্য) সততা। মানুষটা যে ভাল সেটা ফুটে ওঠে ওর চোখে মুখে। এ ছাড়া সৌম্যর হাসিটা বেশ মিষ্টি।”
সন্দীপ্তা ও সৌম্যর বিয়ে হবে বৃহস্পতিবার। সাবেকি সাজে সেজে চার হাত এক হবে। ফুশিয়া বেনারসিতে সাজবেন নায়িকা। সিরিয়াল সূত্রে বহু বার নায়িকাকে বিয়ের সাজে দেখেছেন দর্শক। বাস্তবে বিয়ের কনেকে কেমন লাগে? তা দেখার অপেক্ষায়ই সবাই।