স্বয়ম্ভুর ওপর হামলা করল দুষ্কৃতীরা! এবার কী করবে জগদ্ধাত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে আসছে নতুন ভিলেন! এই ভিলেন হলেন রাজনাথের প্রথম স্ত্রী রুক্মিণী। রুক্মিণীকে ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ।
রুক্মিণী একজন অত্যন্ত শক্তিশালী এবং ধূর্ত মহিলা। সে রাজনাথের সম্পত্তির জন্য স্বয়ম্ভুকে হত্যা করতে চায়। সে স্বয়ম্ভুর সাথে জগদ্ধাত্রীর সম্পর্ককেও নষ্ট করতে চায়।
রুক্মিণী আসায় জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর জীবনে নতুন বিপদ নেমে আসবে। জগদ্ধাত্রী কি পারবে রুক্মিণীর পরিকল্পনা ভেস্তে দিতে? স্বয়ম্ভু কি পারবে রুক্মিণীর হাত থেকে রক্ষা পেতে?
এদিকে, উত্সবও স্বয়ম্ভুকে হত্যার পরিকল্পনা করছে। সে জগদ্ধাত্রীকে রুক্মিণীর বিরুদ্ধে সাবধান করতে চায়। কিন্তু জগদ্ধাত্রী উত্সবের কথা বিশ্বাস করতে চায় না।এই পরিস্থিতিতে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুকে একসাথে থাকতে হবে। তাদের রুক্মিণীর চক্রান্ত থেকে রক্ষা পেতে হবে।