বিনোদন

সৌমিতৃষা অহংকারী? সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হলেন নায়িকা!

 

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে তিনি এক অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এই ধারাবাহিক তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়।

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সৌমীতৃষা বলেন, “আমার মতো আর কেউ ছোট পর্দায় স্টার হতে পারবে কিনা সন্দেহ আছে।” এই মন্তব্যের জন্য তিনি সমালোচনার মুখে পড়েন। অনেকেই মনে করেন, তার এই মন্তব্যে অহংকারের গন্ধ পাওয়া যায়।

সৌমীতৃষা এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “আমি আসলে এমন কথা বলতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম, ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরাও বড় পর্দার মতোই জনপ্রিয় হতে পারে। কিন্তু সাংবাদিক ভুল করে আমার কথাকে অন্যভাবে উপস্থাপন করেছেন।”

Related Articles