বিনোদন

সূর্যকে ভুল বুঝিয়ে তার মেয়েদের দিকে হাত দিলে ভালো হবে না ফল! মিশকাকে হুঁশিয়ারি দিল দীপা

 

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার নতুন পর্বে দেখা গেল, সূর্য দীপার দুই মেয়ে সোনা ও রুপাকে নিতে চায়। কিন্তু দীপা তাতে রাজি হয় না। সে সূর্যকে বলে, সে এতদিন তার জন্য অপেক্ষা করেছে। কিন্তু এবার থেকে সে তার দুই মেয়েকে নিয়ে নিজের জন্য বাঁচবে।

দীপা কোনমতেই তার দুই মেয়েকে সূর্যর সঙ্গে সেনগুপ্ত পরিবারে যেতে দেবে না। কারণ সেখানে মিশকা আছে। আর সে তার মেয়েদের ক্ষতি করতে চায়। দীপা মা হয়ে কখনোই তা মেনে নিতে পারবে না।

উর্মি দীপাকে জিজ্ঞেস করে, সে কেন ঘরে এইভাবে চলে এল? সেখানে অর্জুনদা ছিল। অর্জুনদা একসময় তার হতে পারতো।

সূর্য তার দুই মেয়েকে ছেড়ে কিছুতেই বাঁচতে পারছে না। তাই নিষ্কা তাকে পরামর্শ দেয়, সে যদি তার দুই মেয়ের কস্টাডি ক্লেম করে তাহলে দীপা সেই ভাবে রোজগার নেই তার মেয়েদের ছেড়ে দিতে বাধ্য হবে।

পরবর্তী পর্বে দেখা যাবে, সূর্য আদালতে তার দুই মেয়ের কস্টাডির জন্য মামলা করবে। দীপা কি আদালতে হেরে যাবে? নাকি সে তার মেয়েদের রক্ষা করতে পারবে?

Related Articles