বিনোদন

সত্যিই কি একজন অহংকারী অভিনেত্রী সৌমিতৃষা? কী জানালেন দেব?

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে তিনি ‘মিঠাই’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ধারাবাহিক শেষ হওয়ার পর সৌমীতৃষা বড় পর্দায় পা রাখেন। তাঁর প্রথম ছবি ‘প্রধান’। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু সেই সঙ্গে সৌমীতৃষা বিতর্কের মুখোমুখিও হয়েছেন।

অনেকে অভিযোগ করেছেন, সৌমীতৃষার অহংকার বেড়েছে। তিনি আগের মতো নেই। এই অভিযোগের সত্যতা কী? এই প্রশ্নের উত্তর দিতে সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সৌমীতৃষার সহ অভিনেতা দেব বলেন, “সৌমীতৃষা একজন ভালো মেয়ে। তিনি পরিশ্রমী, আগ্রহী এবং কর্মঠ। আমি তাঁর সাথে কাজ করে খুব ভালো লেগেছে। তিনি আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেননি। তাই আমি মনে করি, যিনি তাঁর বিরুদ্ধে অভিযোগ আনছেন, তা তাঁর ও সৌমীতৃষার মধ্যেকার ব্যাপার। আমি এ নিয়ে কিছু বলতে চাই না।”

অন্যদিকে, ‘প্রধান’ ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ছবিটি দেখতে দর্শক ভিড় করছেন প্রেক্ষাগৃহে। সৌমীতৃষা তাঁর প্রথম ছবিতেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তিনি বিতর্কে জড়িয়ে পড়ার বিষয়ে বলেন, “আমি কোনো বিতর্কে জড়িয়ে পড়তে চাই না। আমার লক্ষ্য হলো ভালো কাজ করা এবং আরও দর্শকদের মন জয় করা।”

Related Articles