বিনোদন

শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়ে পায়ে চোট পেলেন পার্নো মিত্র!

 
গত মাসে দুবাই ঘুরতে গিয়েছিলেন পার্নো মিত্র। সেখানে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান অভিনেত্রী। পায়ের পাতা ফুলে যায় তার। চিকিৎসকের পরামর্শে পায়ে ব্যান্ডেজ বেঁধে রাখতে হচ্ছে তাকে। বেশি ক্ষণ হাঁটার পর ব্যবহার করতে হচ্ছে হুইলচেয়ার।
 
এই অবস্থায় বাড়িতে বিশ্রাম নেওয়ার পরিবর্তে ছুটি কাটাতে শ্রীলঙ্কায় হাজির হলেন পার্নো। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।
 
বিমানবন্দরে পার্নোকে হুইলচেয়ারে দেখা যায়। এতে তার অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। পার্নোকে কেন শ্রীলঙ্কায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন জানতে চাইলে তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘আসলে অনেক আগে থেকেই আমাদের সব বুকিং করা ছিল। আর আমার ঘুরতে খুবই ভাল লাগে। তাই বান্ধবীর সঙ্গে চলে এলাম।’’
 
পারনো জানান, পায়ে ব্যথা এখনও আছে। ব্যথার ওষুধ চলছে। তবে ব্যথা না কমলে ডাক্তার বলেছেন পায়ের একটা আমআরআই করে লিগামেন্টে কোনও চোট পেয়েছেন কি না, সেটা দেখবেন।

Related Articles