বিনোদন

শাহরুখের বদলে এই দক্ষিণী ছবিতে দেখা যাবে রণবীরকে! ডনের পর ফের শাহরুখকে রিপ্লেস করলেন রণবীর

 

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান এবং রণবীর সিং। দুজনেই নিজস্ব দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছে। কিন্তু সম্প্রতি শাহরুখের একটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে রণবীরকে আবারও খোঁচা দেওয়া হয়েছে।

শাহরুখ খানের ‘ডন’ সিনেমাটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সেই সিনেমার তৃতীয় পর্ব ‘ডন ৩’-এর ঘোষণা করা হয়েছিল। কিন্তু শাহরুখের বদলে এই সিনেমায় রণবীর সিংকে দেখা যাবে বলে জানা যায়। এই খবর শাহরুখের ভক্তদের ক্ষিপ্ত করে তোলে। তারা রণবীরকে কটাক্ষ করে।

এদিকে আবার শোনা যায়, রজনীকান্তের নতুন সিনেমা ‘থালাইভার ১৭১’-এর প্রস্তাব শাহরুখকে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। এরপর এই চরিত্রটি রণবীর সিংকে অফার করা হয়েছে।

এই খবরের পর রণবীর সিংয়ের বিরুদ্ধে আবারও শাহরুখ জুতোয় পা গড়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। রণবীর সিংয়ের ভক্তরাও এই অভিযোগের বিরোধিতা করেছেন। তারা বলছেন, রণবীর একজন প্রতিভাবান অভিনেতা। তিনি যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন।

এখন দেখার বিষয়, ‘থালাইভার ১৭১’-এ রণবীর সিং কতটা সফল হতে পারেন।

Related Articles