বিনোদন

রোহিতের জীবন বাঁচাতে পারবে কি ফুলকি?

 

ফুলকি ও রোহিতের প্রেম এখন তুঙ্গে। কিন্তু ফুলকির অতীতের কথা জানার পর রোহিত খুবই রাগান্বিত। সে ফুলকিকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু ফুলকি রাজি হচ্ছে না।

রোহিত ফুলকিকে নিয়ে এক ভাঙা বাড়িতে নিয়ে যায়। সে সেখানে ফুলকিকে বন্দুক ঠেকায়। ফুলকি ভয় পেয়ে যায়। সে কী করবে বুঝতে পারে না।

ঠিক তখনই রোহিত অজ্ঞান হয়ে পড়ে। তার নাক দিয়ে রক্ত পড়ছে। ফুলকি রোহিতের পাশে বসে থাকে। সে মা কালীকে ডাকে। সে প্রার্থনা করে যেন রোহিত সুস্থ হয়ে ওঠে।

হঠাৎ ফুলকি একটা মানুষের গলার আওয়াজ শুনতে পায়। সে বাইরে তাকিয়ে দেখে যে একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। ফুলকি লোকটিকে সাহায্য চায়। লোকটি রোহিতের কাছে গিয়ে তাকে জ্ঞান ফিরিয়ে আনে।

রোহিত জেগে উঠে ফুলকিকে দেখে। সে ফুলকিকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে যে সে ফুলকিকে ছাড়া থাকতে পারবে না।

ফুলকিও রোহিতের কাছে মাফ চায়। সে রোহিকে জানায় যে সে তার জীবনের সব কিছু তাকে বলবে। ফুলকি রোহিতের জীবন বাঁচাতে পারবে এই আশায় আমরা অপেক্ষা করব।

Related Articles