রানি-আদিত্যর বিয়ের কোনো ছবি নেই কেন? আসল কারণ জানালেন করণ জোহার

২০১৪ সালের এপ্রিল মাসে গোপনে বিয়ে করেন বলিউডের দুই তারকা রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়া। সেই বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ১৮ জন অতিথি। সেই অতিথিদের মধ্যে ছিলেন করণ জোহরও। কিন্তু বিয়ের আগে আদিত্য চোপড়া করণকে হুমকি দিয়েছিলেন যে, বিয়ের কোনও খবর যদি বাইরে ফাঁস হয়, তাহলে তিনি প্রথমে করণকেই ধরবেন।
করণ জোহর সম্প্রতি তাঁর শো “কফি উইথ করণ”-এর একটি পর্বে এই গোপন তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, “আদিত্য আমাকে বলেছিল, দেখ আমি বিয়ে করছি। শুধু ১৮ জন থাকবে অতিথি হিসেবে। এই বিয়ের একটা কথাও যদি বাইরে যায়, তাহলে সবার আগে আমি তোকে ধরব। কেউ যদি এই বিয়ে নিয়ে মুখ খোলে তাহলে সেটা তুই হবি! কোনও সংবাদপত্রে যদি আমাদের বিয়ে নিয়ে একটা লাইনও থাকে, তাহলে দেখিস!”
করণ জোহর আরও জানান, বিয়ের দিন তাঁর নিজের প্রযোজিত ছবি “টু স্টেটস” মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই দিন তিনি ছবির প্রচার ছেড়ে রানি-আদিত্যর বিয়েতে চলে যান। তিনি সবাইকে বলেছিলেন যে, তিনি ম্যাঞ্চেস্টার যাচ্ছেন।
আদিত্য চোপড়া কেন এত গোপনে বিয়ে করতে চেয়েছিলেন, তা জানা যায়নি। তবে করণ জোহরের কথায় মনে হচ্ছে, তিনি রানি-আদিত্যর সম্পর্ককে আড়ালে রাখতে চেয়েছিলেন।