বিনোদন
রাখঢাকের সমাপ্তি, মুখার্জি বাড়িতে ফিরতে চলেছে জগদ্ধাত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে, রাখঢাকের অবসান ঘটতে চলেছে। জগদ্ধাত্রী গোপনে কৌশিকিকে আশ্রয় দিচ্ছে।
কৌশিকী হাসপাতালে থাকাকালীন, করিডোরে এক অচেনা ব্যক্তি জগদ্ধাত্রী নাম ধরে ডাকে। রাজনাথ জানতে পারে জগদ্ধাত্রী বেঁচে আছে বলে সন্দেহ করে।
কৌশিকী জগদ্ধাত্রীকে জানায়, বারবার মনে হচ্ছে তার উপর আবারো হামলা হবে। জগদ্ধাত্রী স্বয়ম্ভকে সতর্ক করে কৌশিকীর सुरक्षा নিশ্চিত করতে বলে।
সমরেশ কৌশিকীর সাথে দেখা করতে হাসপাতালে আসে। কৌশিকী তাকে জানায়, সে এতটাই দূরে সরে গেছে যে চাইলেও সমরেশ তার কাছে আসতে পারবে না।