যারা কৃতজ্ঞতা স্বীকার করে না তাদের থেকে দূরে থাকাই ভালো, সোশ্যাল মিডিয়ায় কাকে ইঙ্গিত করলেন সৌমিত্রিষা?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ছোট পর্দার মিঠাই চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা প্রধান। সিনেমাটিও সফল হয়েছে। তবে এই খ্যাতির সঙ্গে সঙ্গে বেড়েছে ট্রোলও। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে তির্যক মন্তব্য করে ট্রোলারদের কড়া জবাব দিলেন সৌমিতৃষা।
সৌমিতৃষা ইনস্টাগ্রামে শেয়ার করেন ‘Friday Reminder’। যেখানে লেখা হয়েছে, ‘সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকো যারা তোমার থেকে উপকার পেয়েছে, কিন্তু এমন দেখায় যেন তুমি এদের জন্য কিছুই করোনি।’ এই স্টোরিটি নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশেষ কারও দিকে কি ইঙ্গিত করলেন সৌমিতৃষা?
কদিন আগেই সৌমিতৃষাকে নিয়ে বিস্ফোরক পোস্ট শেয়ার করে নিয়েছিলেন মিঠাই সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করা তন্বী লাহা রায়। কারও নাম না করেই তন্বী লিখেছিলেন, ‘প্রিয় অভিনেতা/অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া…’