যারা অ্যানিম্যালের সমালোচনা করছেন তারা আসলে অশিক্ষিত! দাবি করলেন পরিচালক

সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবি মুক্তির পর থেকেই সমালোচকদের বিতর্কের মুখে পড়েছে। ছবিতে উগ্র পৌরুষ, নারীবিদ্বেষের উদ্যাপন দেখিয়েছেন বঙ্গা, এমন অভিযোগ তুলেছেন সমালোচকদের একটা বড় অংশ। নিজের ছবির এমন সমালোচনা শুনতে একেবারেই রাজি নন পরিচালক বঙ্গা। প্রথম থেকেই তাই সমালোচকদের রীতিমতো একহাত নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ দেশের সিনে-সমালোচকদের ‘অশিক্ষিত’ আখ্যা দিলেন বঙ্গা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে বঙ্গা দাবি করেন, দেশের বেশির ভাগ সিনেমা-সমালোচকই নাকি আদপে অশিক্ষিত। কোনও সিনেমার সমালোচনা কী ভাবে করতে হয়, তা সম্পর্কে নাকি কোনও জ্ঞানই নেই তাঁদের। বঙ্গার কথায়, ‘‘আমার মনে হয় সব সিনেমা সমালোচকদের চিনে চলে যাওয়া উচিত। চিনে তো ইংরেজি টিউটরের ভীষণ চাহিদা। আর এই সমালোচকেরা নতুন নতুন ইংরেজি শব্দ ছাড়া সমালোচনায় আর কিছুই বলতে পারেন না। তাঁদের চিনে গিয়ে বরং ইংরেজি শেখানো উচিত।’’
বঙ্গা আরও বলেন, ‘‘আমি ‘কবীর সিংহ’-এর পরে কত বার বোঝানোর চেষ্টা করেছি। এই সমালোচকেরা সিনেমাকে সিনেমার মতো করে দেখতেই পারেন না। একই বিষয় নিয়ে কাটাছেঁড়া করেই যান। আমি বুঝে গিয়েছি, আমার সব ছবি নিয়েই তাঁরা এমন সমালোচনাই করবেন। আমি জানি, ‘স্পিরিট’, ‘অ্যানিম্যাল পার্ক’-এর ক্ষেত্রে এই ধরনের সমালোচনা আরও বাড়বে।’’
বঙ্গার এই মন্তব্যে সমালোচকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, বঙ্গা একজন সফল পরিচালক, কিন্তু তার এই আচরণ মোটেও প্রশংসনীয় নয়। সমালোচকদের কাজ হল সিনেমাকে বিচার করা, এবং তাদের সেই কাজ করার অধিকার রয়েছে। বঙ্গার এই মন্তব্যে মনে হচ্ছে, তিনি সমালোচকদের কাজকে সম্মান করেন না।