বিনোদন

যতবার কৌশিকীকে মারার চেষ্টা করবে ততবার ঢাল হয়ে দাঁড়াবে জগদ্ধাত্রী!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে মেহেন্দি জগদ্ধাত্রীকে ফাঁদে ফেলতে এক নতুন চাল চলল।

দেবো মুখার্জি পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জগদ্ধাত্রী সে ষড়যন্ত্রের মূল টার্গেট। দেবো মুখার্জি পরিবারের চড়ুইভাতের নাম করে তাদেরকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে হঠাৎ করেই কয়েকজন জগদ্ধাত্রীর উপর হামলা করে।

কৌশিকী সেই সময় সেখানে উপস্থিত ছিল। সে দেখে যে জগদ্ধাত্রীকে কেউ গুলি করতে চাইছে। সে জগদ্ধাত্রীকে বাঁচাতে গুলির সামনে দাঁড়ায়।

এই ঘটনার পর মেহেন্দি জগদ্ধাত্রীর বিরুদ্ধে নতুন অভিযোগ তোলে। সে বলে যে, জগদ্ধাত্রীকে গুলি করার চেষ্টা করা হয়েছিল। কারণ জগদ্ধাত্রীই দেবো মুখার্জির ষড়যন্ত্রের মূল কারণ।

Related Articles