মুক্তির আগেই বড় খবর অনুরাগীদের জন্য! আসবে অ্যানিমেলের দ্বিতীয় পর্ব, জানালেন প্রযোজক

আর মাত্র একদিন। শুক্রবারই মুক্তি পাচ্ছে রণবীর কাপুর অভিনীত হাইভোল্টেজ ছবি ‘অ্যানিম্যাল’। ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে বক্স অফিসকে হাতের মুঠোয় করে নিয়েছে ‘অ্যানিম্যাল’। আর এবার ‘অ্যানিম্যাল’ টিমের পক্ষ থেকে এল বড় খবর!
ছবির প্রযোজক ভূষণ কুমার এক সাক্ষাৎকারে বলেছেন, “‘অ্যানিম্যাল’ ছবিটি শুধুমাত্র একটি শুরু মাত্র। এই ছবিটির মাধ্যমে আমরা একটি নতুন জগতের সূচনা করছি। এই জগতের অনেক কিছু বলা বাকি আছে। আমরা অবশ্যই এই জগতের সিক্যুয়েল তৈরি করব।”
ভূষণ কুমারের এই বক্তব্যের মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেল যে, ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল আসছে। এই সিক্যুয়েলে রণবীর কাপুর আবারও প্রধান চরিত্রে থাকবেন। তবে, এই সিক্যুয়েলে ছবির গল্প কী হবে, তা এখনও জানা যায়নি।
‘অ্যানিম্যাল’ ছবিটি একটি অ্যাকশন থ্রিলার। এই ছবিতে রণবীর কাপুর একজন হিংস্র খুনি চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা সঞ্জয়লীলা ভন্সালী।
‘অ্যানিম্যাল’ ছবির মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া ভালো হলে, এই সিক্যুয়েল তৈরির সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে।