মির্জার শুটিং করতে গিয়ে চোট পেলেন অঙ্কুশ! এখন কেমন আছেন অভিনেতা?

নতুন বছরের প্রথম দিন টলিউড তারকাদের সমাজমাধ্যমে বর্ষবরণের উচ্ছ্বাসের ছবি দেখে অনেকেই ঈর্ষান্বিত হয়েছেন। কিন্তু এই উচ্ছ্বাসের মধ্যেই ব্যতিক্রম এক তারকা হলেন অঙ্কুশ। বছরের প্রথম দিন থেকেই তিনি শয্যাশায়ী। কারণ, অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন।
অঙ্কুশের প্রযোজিত প্রথম ছবি ‘মির্জা’র শুটিং চলছে। ৩১ ডিসেম্বর রবিবার এই ছবির শুটিং ফ্লোরে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি চোট পান। মালাইচাকিতে চোট লেগে তাঁর ডান হাঁটুর নি ক্যাপ লাগানো হয়।
অঙ্কুশ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তাঁর চোটের কথা জানান। তিনি লিখেন, “২০২৪ সালটা মনে হচ্ছে আমার জন্য এ রকমই কাটবে। ‘মির্জ়া’র স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি। অসহ্য ব্যথা, কিন্তু তবুও এই বছরটা আমার কাছে বিশেষ জায়গা দখল করে থাকবে।”
অঙ্কুশের মতে, ছ’বছর পর তিনি অ্যাকশন ছবি করছেন। তাই অভ্যাস নেই বলেই চোট লেগেছে। তিনি বলেন, “বাণিজ্যিক অ্যাকশন ছবি আর সেই ভাবে তৈরি হয় না। ‘মির্জ়া’র শুটিং করতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে, কেন তৈরি হয় না।”
তবে অঙ্কুশ কোনও ভাবেই ভেঙে পড়তে রাজি নন। নিজের প্রযোজনার প্রথম ছবি বলেই তিনি পরিশ্রম করতে পিছপা নন। তিনি জানান, আপাতত আগামী দেড় মাস অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন না। তত দিনে ছবির বাকি অংশের শুটিং করে নেবেন।