মিঠাইয়ের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ! জানালেন সৌমিতৃষা

সৌমিতৃষা কুণ্ডু যিনি ছোট পর্দায় ‘মিঠাই’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন, এখন বড় পর্দায় ‘রুমি’ হিসেবে নতুন পরিচয় পেয়েছেন। ‘প্রধান’ ছবিতে দেবের বিপরীতে অভিনয় করে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
‘মিঠাই’ ধারাবাহিকে সৌমিতৃষার অভিনয় দর্শকদের মনে দাগ কেটে গেছে। তার মিষ্টি হাসি, সরলতা, এবং অভিনয় দক্ষতা তাকে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী করে তুলেছিল।
‘প্রধান’ ছবিতে সৌমিতৃষা ‘রুমি’ চরিত্রে অভিনয় করেছেন। রুমি একজন সাহসী, স্বাধীনচেতা মহিলা যিনি তার স্বামীর পাশে সবসময় দাঁড়িয়ে থাকেন। সৌমিতৃষার অভিনয় দর্শকদের মনে ধরেছে এবং তারা তাকে ‘প্রধান’-এর ‘রুমি’ হিসেবে গ্রহণ করেছেন।
‘প্রধান’-এর সাফল্যে সৌমিতৃষা অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, “ছোট পর্দার দর্শক আমাকে ভালোবেসেছে, কিন্তু বড় পর্দার দর্শক আমাকে কতটা গ্রহণ করবে সেটা নিয়ে আমার একটু ভয় ছিল।” তিনি আরও বলেন, “সকলের থেকে এত সুন্দর ফিডব্যাক পাচ্ছি, মনে হচ্ছে সঠিক জায়গায় সঠিক ইনপুটটাই দেওয়া হয়েছে।”