বিনোদন

মানবিকতা নেই আপনার? তার শহর যখন বানভাসি তখন দুবাইতে গিয়ে কীর্তন করছে রহমান! ক্ষুব্ধ নেটিজেনরা

 

ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই লন্ডভন্ড হয়ে উঠেছে। টানা বৃষ্টিতে শহরটি জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি থেমে গেলেও, জল জমে আছে চারদিকে। তৃতীয় দিনেও বিদ্যুৎ-বিচ্ছিন্ন বহু এলাকা। ঝড় এবং বৃষ্টির দাপটে অনেক জায়গাতেই বহু গাছ এবং বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে। সেই কারণে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। চেন্নাই শহরে রাস্তায় নেমেছে নৌকা। দুর্যোগ পরিস্থিতিতে চেন্নাই এবং সংলগ্ন জেলাগুলিতে সরকারি স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

এই অবস্থায় চেন্নাইয়ের ভূমিপুত্র অস্কারজয়ী সুরকার এআর রহমান অন্য গ্রহের মানুষ। তিনি দুবাইতে গিয়ে বসে রয়েছেন। তাঁর এমন কাজে অবশ্য মনঃক্ষুণ্ণ হয়েছেন নেটাগরিকরা।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।এআর রহমানের এমন কাজে অনেকেই ক্ষুব্ধ। তাঁরা বলছেন, চেন্নাই যখন বানভাসি, তখন নিজের শহর ছেড়ে দুবাইতে গিয়ে বসে থাকাটা কতটা মানবিক?

Related Articles