মঞ্চে গাইতে উঠে মেজাজ হারালেন নচিকেতা! ভাইরাল হলো ভিডিও

বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী ও সংগীতকার নচিকেতা চক্রবর্তী সম্প্রতি নিজের একটি লাইভ শোতে ক্ষেপে উঠে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বিতর্কিত বক্তব্য দেন। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, নচিকেতাকে এক শ্রোতা জিজ্ঞেস করেন, “আপনার শরীর ভালো আছে তো?” এই প্রশ্নে ক্ষুব্ধ হয়ে নচিকেতা বলেন, “শরীর ভালো আছে তো! কীভাবে হবে না? আমি তো ভালো আছি। আমি তো গান গাইছি, শো করছি, গান লিখছি। আমার শরীর ভালো না হলে কী করে সবকিছু করব?”
এরপর নচিকেতা বলেন, “এইসব মানুষের কাছে যেন আর কোনো প্রশ্নই নেই! বারবার একই প্রশ্ন করে আমাকে বিরক্ত করে। এবার থেকে যদি কেউ আমাকে ‘শরীর ভালো আছে তো’ বলে প্রশ্ন করে, তাহলে আমি তাকে বলব, ‘তোর বাবার শরীর ভালো আছে তো?’”
নচিকেতার এই বক্তব্যে শ্রোতামহলে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই নচিকেতার বক্তব্যকে অশোভন বলে মনে করেছেন। তবে আবার অনেকে নচিকেতার ক্ষোভের কারণ বুঝতে পেরে তাঁকে সমর্থন করেছেন।