বিনোদন

বিশ্বকাপ ফাইনাল হারের দুঃখে আবেগপ্রবণ শুভমন, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন সারা!

 

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারতে হল ভারতকে। এই হারে মনমরা হয়ে পড়েছেন ক্রিকেট তারকা শুভমন গিল। সোমবার সমাজমাধ্যমে তিনি লেখেন, “এতগুলো ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। মাঝে মধ্যে সবটা দিয়ে দেওয়াও যেন যথেষ্ট বলে মনে হয় না। হয়তো আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি, তবে এই সফরের প্রতিটা দিন আমাদের দলগত ঐক্য ও অধ্যাবসায়ের অধ্যায় হয়ে থাকবে। তবে যতক্ষণ না জিতছি, ততক্ষণ আমরা থেমে যাব না।”

শুভমনের এই পোস্ট দেখে তার প্রেমিকা সচিন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকর সান্ত্বনা দেন। তিনি লেখেন, “অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা ষষ্ঠতম বিশ্বকাপটা জেতার জন্য। বিশ্বকাপের ফাইনালে তারা বেশি ভাল খেলেছে। এ বার ভারত পারল না। আমি বুঝতে পারছি দলের প্রত্যেক খেলোয়াড়, অনুরাগী কোন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। হারও খেলার একটা অঙ্গ। কিন্তু এই সফরে টিম ইন্ডিয়া যে ঐক্য দেখিয়েছে, সেটা মনে রাখার মতো।”

শুভমন এবং সারা দুজনেই সমাজমাধ্যমে বেশ সক্রিয়। তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তবে ফাইনাল হারের পর থেকে দুজনেই চুপ ছিলেন। শুভমনের আবেগপ্রবণ পোস্টে সারা সান্ত্বনা দিয়ে নতুন করে আলোচনায় ফিরে এলেন।

Related Articles