বিনোদন

বাগদান সারলেন সারেগামাপার জনপ্রিয় গায়িকা সমদীপ্তা!

 

কলকাতার বিয়ের মরসুম চলছে। একের পর এক সেলিব্রেটি বিয়ের সাক্ষী থাকছে গোটা শহর। সম্প্রতি, আরেকটি সেলিব্রেটি বাগদানের খবর শোনা গেল। তিনি হলেন সারেগামাপা খ‍্যাত গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায়।

রবিবার, সমদীপ্তা তার প্রেমিক স্বাগত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাগদান সেরেছেন। সমদীপ্তা নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “এখন থেকে সারাজীবনের শুরু…”।
ছবিতে দেখা যাচ্ছে, সমদীপ্তা বেগুনি রঙের শাড়ি পরেছিলেন। তার হাতে ছিল আংটি, হাতে মেহেন্দি। স্বাগত গঙ্গোপাধ্যায় পরেছিলেন হলুদ পাঞ্জাবী ও মেরুন ধুতি।

সমদীপ্তার বাগদানের খবর শুনে শুভাকাঙ্খীরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। অনেকেই তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।

সমদীপ্তা মুখোপাধ্যায় সারেগামাপার নজরকাড়া প্রতিযোগী ছিলেন। তিনি তার গলায় মোহিত করেছিলেন সবাইকে। তার গাওয়া গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

Related Articles