বিনোদন

বাংলার মানুষ অ্যানিমেল দেখবে কিন্তু জিতের সিনেমা দেখবে না! দর্শকদের দ্বিচারিতা নিয়ে মুখ খুললেন দেব

 

বাংলা সিনেমার দর্শকদের দ্বিচারিতা নিয়ে এবার আক্ষেপের সুর উঠল টলিউডের দুই সুপারস্টার দেব এবং পরমব্রতের কণ্ঠে।দেব বলেন, “বাংলার দর্শক এবং বাংলা ছবির দর্শক, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তাঁরা ‘অ্যানিম্যাল’ দেখলেও জিতের ‘মানুষ’ দেখে না।”

অন্যদিকে, পরমব্রত বলেন, “বাংলা ছবির দর্শকদের ভয়ংকর একটা দ্বিচারিতা রয়েছে। শাহরুখ খানের ছবি এখানে ভালো ব্যবসা করে। তবে ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ছবি বাংলায় বানালে কেউ গিয়ে সেই ছবি দেখবে না।”
দেব এবং পরমব্রত দুজনেই মনে করেন, বাংলার দর্শকদের বাংলা ছবিতে নতুনত্ব গ্রহণের ইচ্ছা নেই। তাঁরা বলিউডের মতো ছবি দেখতে চান। কিন্তু বাংলায় যখন এমন ছবি তৈরি করা হয়, তখন দর্শকরা তা গ্রহণ করেন না।

এই দ্বিচারিতার কারণ কী? এর জন্য দর্শকদের পাশাপাশি নির্মাতাদেরও দায়ী করা যায়। অনেক নির্মাতাই এখনও রক্ষণশীল চিন্তাধারার। তাঁরা নতুনত্বের দিকে এগোতে চান না। ফলে, দর্শকদেরও বাংলা ছবিতে নতুনত্বের আশা থাকে না।
অন্যদিকে, দর্শকদের মধ্যেও একটা অংশ রয়েছে যারা নতুনত্বের প্রতি আগ্রহী। কিন্তু তাঁরা সংখ্যায় খুব কম। তাই, বাংলা ছবিতে নতুনত্বের আশায় নির্মাতারা ঝুঁকি নিতে চান না।

Related Articles