বিনোদন
প্রাক্তন স্বামী বিয়ে করেছেন একদিন আগেই, বড়দিনে কি আবার কাছাকাছি অর্জুন-মালাইকা ?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। তার প্রাক্তন স্বামী আরবাজ খান সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করেছেন। আরবাজের বিয়েতে মালাইকাও উপস্থিত ছিলেন। তবে তার প্রেমিক অর্জুন কাপুর সেদিন মুম্বইতে ছিলেন না। তিনি লন্ডনে বোনের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশনে ব্যস্ত ছিলেন।
আরবাজের বিয়ের পর মালাইকা মুম্বইতে একাই ক্রিসমাস উদযাপন করেন। তার ইনস্টাগ্রামে দেখা যায়, তিনি ক্রিসমাস কেক কাটছেন। ক্রিসমাস ডেকেরেশন দিয়ে সাজানো তার খাবার টেবিলে রয়েছে থরে থরে সাজানো কুকিজ ও চকোলেট।
মালাইকার ছেলে আরহান খানও বাবা আরবাজের বিয়ের আসর থেকে এসে মায়ের সঙ্গে সময় কাটান। মায়ের সঙ্গে ক্রিসমাস উদযাপন করেন তিনি।
মালাইকার এই ক্রিসমাস উদযাপন দেখে অনেকেই তাকে প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, মালাইকা একজন শক্তিশালী নারী। সে নিজের জীবনে নিজেরাই নিয়ন্ত্রণ রাখে।