প্রভাসের সঙ্গে লাগতে এসে কি নিজের পায়েই কুড়ুল মারলেন শাহরুখ? বক্স অফিসে ইঙ্গিত সেরকমই!

বছরের শেষে বড়দিনের মাসে বড়সড় দ্বন্দ্ব দেখা যাবে এমনটাই ভেবেছিলেন দর্শক। শাহরুখ খানের ‘ডাঙ্কি’ এবং প্রভাসের ‘সালার’-এর মুক্তি ছিল সেই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। কিন্তু শেষমেশ বাজিমাত করলেন প্রভাস। ‘সালার’-এর প্রথম দিনের আয়ের নিরিখে চলতি বছরের বাকি সব বড় ছবিকে ছাপিয়ে গেল।
‘সালার’-এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল শাহরুখের ‘জওয়ান’-এর সঙ্গে প্রতিযোগিতা এড়াতে। কিন্তু ‘জওয়ান’-এর পাশ কাটিয়েও শেষমেশ ‘ডাঙ্কি’র মুখোমুখি হয়েছিল প্রভাসের ছবি। মুক্তির মাত্র কয়েক দিন আগে কানাঘুষো শোনা যাচ্ছিল, দক্ষিণের একাধিক মাল্টিপ্লেক্সে ‘সালার’-এর থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ‘ডাঙ্কি’কে। শাহরুখের ছবিকে অগ্রাধিকার দেওয়ায় প্রভাসের ছবির শো সংখ্যাও নাকি কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি।
‘সালার’-এর প্রথম দিনের আয় প্রায় ৯৫ কোটি। আয়ের একটা বড় অংশ এসেছে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা থেকে। প্রায় ৭০ কোটি আয় হয়েছে এই দুই রাজ্য থেকে। কর্ণাটক থেকে ১২ কোটি ও কেরল থেকে ৫ কোটি।
চলতি বছরে ব্যবসার নিরিখে প্রথম স্থানে ছিল ‘জওয়ান’, ‘পাঠান’, দ্বিতীয় স্থানে ‘অ্যানিম্যাল’। তার পর যথাক্রমে ‘টাইগার ৩’, জওয়ান, ‘গদর ২’, ‘আদিপুরুষ’। অন্য দিকে, প্রথম দিনের ব্যবসার নিরিখে ‘জওয়ান’ আয় করে ৬৫ কোটি। ‘অ্যানিম্যাল’ দ্বিতীয় স্থানে, সেই ছবি ৬০ কোটি আয় করে প্রথম দিনে। তৃতীয় স্থানে ‘পাঠান’ আয় করেছে ৫৭ কোটি। সকলকে ছাপিয়ে পয়লা নম্বর জায়গা দখল করল ‘সালার’।