বিনোদন

প্রধানের প্রথম গানেই ফুটে উঠলো দেব-সৌমিতৃষার দুর্দান্ত কেমিস্ট্রি! মুগ্ধ সকলে

 

মিঠাই ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। সেই ধারাবাহিক শেষ হয়ে গেলেও দর্শকদের মনে এখনও তিনি মিঠাই। তবে এবার তিনি বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। দেব-এর বিপরীতে অভিনয় করছেন তাঁর প্রথম ছবিতে। ছবির নাম ‘প্রধান’।

এক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানান, ছবির শুটিংয়ের অভিজ্ঞতা তাঁর কাছে দারুণ। তিনি বলেন, “দেবদা একজন খুব ভালো সহ-অভিনেতা। তিনি সবসময় অন্যদের সাহায্য করতে চান। প্রথম দিন শ্যুটিংয়ে তিনি আমাকে বলেছিলেন, আমার চোখ খুব চঞ্চল। সেটাকে শান্ত করতে হবে। কারণ রুমির চরিত্রটি খুব শান্ত। আমি ‘মিঠাই’-এর চরিত্রের জন্য অনেকদিন ধরে চঞ্চল হয়ে ছিলাম। তাই প্রথমে একটু অসুবিধা হয়েছিল। তবে দেবদার কথা শুনে আমি চেষ্টা করেছি শান্ত হয়ে কথা বলার।”

‘মিঠাই’-এর পরে সৌমিতৃষাকে নিশ্চয়ই আরও ধারাবাহিক আর ছবির অফার এসেছে। তবে তিনি এখন শুধুমাত্র ‘প্রধান’-এর দিকে মনোযোগ দিচ্ছেন। তিনি বলেন, “একসঙ্গে ২-৩টে কাজ করব এত বড় তারকা এখনও হয়ে যাইনি।”

Related Articles