প্রধানের পরে তার পরিকল্পনা কী? জানালেন সৌমিতৃষা!

মিঠাই ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। সেই ধারাবাহিক শেষ হয়ে গেলেও দর্শকদের মনে এখনও তিনি মিঠাই। তবে এবার তিনি বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। দেব-এর বিপরীতে অভিনয় করছেন তাঁর প্রথম ছবিতে। ছবির নাম ‘প্রধান’।
সৌমিতৃষা কুণ্ডু, দেব, মমতা শংকর, সোহম, পরাণ বন্দ্যোপাধ্যায়-সহ ‘প্রধান’ ছবির কলাকৌশলীরা সম্প্রতি জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’-এ হাজির হয়েছিলেন। অনুষ্ঠানে তারা ছবির গল্প, শুটিংয়ের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে সৌমিতৃষা জানান, ছবির শুটিংয়ের অভিজ্ঞতা তাঁর কাছে দারুণ। তিনি বলেন, “দেবদা একজন খুব ভালো সহ-অভিনেতা। তিনি সবসময় অন্যদের সাহায্য করতে চান। প্রথম দিন শ্যুটিংয়ে তিনি আমাকে বলেছিলেন, আমার চোখ খুব চঞ্চল। সেটাকে শান্ত করতে হবে। কারণ রুমির চরিত্রটি খুব শান্ত। আমি ‘মিঠাই’-এর চরিত্রের জন্য অনেকদিন ধরে চঞ্চল হয়ে ছিলাম। তাই প্রথমে একটু অসুবিধা হয়েছিল। তবে দেবদার কথা শুনে আমি চেষ্টা করেছি শান্ত হয়ে কথা বলার।”