প্রজাপতির বিতর্ক অতীত, নন্দনের শো পেল মিঠুনের কাবুলিওয়ালা!

গত বছর মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত ‘প্রজাপতি’ ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। কিন্তু এই ছবিটি রাজ্যের সরকারী প্রেক্ষাগৃহ নন্দনে জায়গা পায়নি। এর ফলে টলিপাড়ায় বিতর্কের সৃষ্টি হয়। এবারও মিঠুনের নতুন ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পাচ্ছে শুক্রবার। এই ছবিটিও নন্দনে জায়গা পাবে কিনা, তা নিয়ে জোর চর্চা ছিল।
গত বছর ‘প্রজাপতি’ ছবিটি মুক্তির পর মিঠুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি বিজেপির সদস্য বলেই এই ছবিটিকে নন্দনে জায়গা দেওয়া হয়নি। দেবও সমাজমাধ্যমে এই অভিযোগের সমর্থন জানিয়েছিলেন।
তবে এবারের পরিস্থিতি আলাদা। এবার দেব এবং মিঠুন ভিন্ন শিবিরে। দেব এখন তৃণমূলের পক্ষের, আর মিঠুন বিজেপির পক্ষের। তাই এবার ‘কাবুলিওয়ালা’ ছবিটি নন্দনে জায়গা পাবে কিনা, তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন।
তবে বৃহস্পতিবার সকালে যাবতীয় জল্পনা সরিয়ে জানা গেল, ‘কাবুলিওয়ালা’ এবং ‘প্রধান’— দুটি ছবিই নন্দনের পাশাপাশি রাধা স্টুডিয়োতে জায়গা পেয়েছে। নন্দন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুটি ছবিই ভালো মানের বলে মনে হয়েছে। তাই দুটি ছবিই নন্দনে জায়গা পেয়েছে।