নিজের ডিপার্টমেন্টই ষড়যন্ত্র করল তার বিরুদ্ধে! এবার কী করবে স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর আজকের পর্বে দেখানো হয়েছে, জগদ্ধাত্রী রহস্যের জাল ভেদ করতে গিয়ে মল্লিকা দেবী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জগদ্ধাত্রী মল্লিকা দেবীকে দেখতে হাসপাতালে যায়। সেখানে সে জানতে পারে যে, মল্লিকা দেবীকে গুলি করেছে দেবো। দেবো জগদ্ধাত্রী এবং কৌশিকির ক্ষতি করার জন্য এই ষড়যন্ত্র করছে।
মুখার্জি পরিবারের চড়ুইভাতের নাম করে দেবো আবারো ষড়যন্ত্র করছে। জগদ্ধাত্রী তা ধরে ফেলে এবং দেবুকে জানায় যে, তারই ষড়যন্ত্রের মূল টার্গেট হলো জগদ্ধাত্রী এবং কৌশিকী।
মুখার্জি পরিবার যেখানে ঘুরতে গিয়েছে, সেখানে হঠাৎ করেই জগদ্ধাত্রীর উপর কয়েকজন চড়াও হয়। কৌশিকি দূর থেকে দেখে যে, জগদ্ধাত্রীকে কেউ গুলি করতে চাইছে। সে ছুটে গিয়ে জগদ্ধাত্রীকে বাঁচায়।
উৎসবের মা বৈদেহি উৎসবকে জানায় যে, মেহেন্দির অনেক দিনের ইচ্ছা সে কৌশিকীর চেয়ারে বসবে। তাই উৎসব এবং মেহেন্দি যেন এবারে তাদের নিজেদের সমস্ত কাজ ভালোভাবে করা শুরু করে দেয়।