নতুন ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন মেঘা দাঁ! মানতে পারছেন না তার অনুরাগীরা

‘পিলু’ সিরিয়ালের মাধ্যমে প্রথম বার দর্শকদের সামনে আসেন অভিনেত্রী মেঘা দাঁ। সিরিয়ালটি শেষ হয়েছে প্রায় এক বছরের বেশি হয়ে গেল। কিন্তু এখনও মেঘাকে দর্শক পিলু নামেই চেনেন। সিরিয়াল শেষ হওয়ার পর বেশ অনেক দিন হল ছোট পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। তবে তিনি সমাজমাধ্যমের পাতায় বেশ সক্রিয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন মেঘা। ছবিতে তাঁকে লাল ব্লেজ়ার আর স্কার্টে দেখা যাচ্ছে। ছবিটি দেখে তাঁর অনুরাগীরা বেশ অবাক হয়েছেন। কারণ, প্রথম সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছিল পুরুলিয়ার একটি গ্রাম্য মেয়ের চরিত্রে।
এই ছবিটি দেখে মেঘার অনুরাগীরা বেশ হতাশ হয়েছেন। অনেকেই তাঁকে প্রধান চরিত্রে অভিনয় করার যোগ্য বলে মন্তব্য করেছেন। আবার কেউ বলেছেন, কেন তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করছেন? আবার কেউ বলেছেন, সুস্মিতা দে নয়, মেঘাই ‘কথা’ সিরিয়ালের নায়িকা হওয়া উচিত ছিল।