দ্বিতীয়বার বক্সিংয়ের রিংয়ে নামতে চলেছে ফুলকি!

হাঁপানির রোগ থাকা সত্ত্বেও অদম্য মনের জোরে বক্সিংয়ে ছেলেদের টেক্কা দিতে পারে ফুলকি। এই কাহিনী নিয়ে জি বাংলায় শুরু হয়েছিল ফুলকি। শুরুর দিকে বক্সিংকে কেন্দ্র করেই গল্প এগোলেও পরে বিয়ের গল্প আর রহস্য সমাধানের গল্পে চলে যায়। কিন্তু দর্শকদের চাহিদা মেটাতে অবশেষে ফের বক্সিংয়ের ঝলক দেখা যাবে ফুলকিতে।
সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, ফুলকিকে বক্সিং শেখাতে চায় না রোহিত। সে মনে করে তার মতো লুজারের কাছে বক্সিং শিখলে ফুলকির ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। কিন্তু ফুলকিও জানিয়ে দিয়েছে সে বক্সিং শিখলে তার কাছেই শিখবে।
এরপরেই দেখা যায়, ফুলকি রোহিতের বক্সিং শেখানোর টিউটোরিয়াল ভিডিও দেখছে। এই ভিডিও দেখেই ফুলকি নিজের মনে প্রতিজ্ঞা করে বলে ওঠে, “আপনিই আমার জীবনের দ্রোণাচার্য। একলব্যের মত আমিও দূর থেকেই শিখব।”
এরপরে দেখা যায়, স্টোরে গিয়েও আটার প্যাকেট নিয়ে বক্সিং প্র্যাকটিস করছে ফুলকি। দূর থেকে তা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে রোহিত।
দর্শকরা এই নতুন প্রোমো দেখে বেশ উচ্ছ্বসিত। অনেকেই মনে করছেন, অবশেষে ফুলকির আসল গল্প শুরু হবে।
নির্মাতারা জানান, ফুলকির বক্সিংয়ের স্বপ্ন পূরণের গল্পই হবে ধারাবাহিকের মূল ট্র্যাক। তাই আগামী পর্বগুলিতে ফুলকির বক্সিংয়ের প্রশিক্ষণ, প্রতিযোগিতা, সাফল্য সবকিছুই দেখা যাবে।