বিনোদন

তল্লাশির জন্য জগদ্ধাত্রী কি পারমিশন পাবে কৌশিকীর থেকে?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে রোমাঞ্চের ডোজ এবার চরম পর্যায়ে। জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর বিবাহ বার্ষিকী উপলক্ষে কৌশিকী সবকিছু আয়োজন করেছে। জগদ্ধাত্রীকে সে নিজের হাতে সাজিয়েছে। কিন্তু বাড়ি থেকে বেরোতেই জগদ্ধাত্রীর উপর আবারো হামলা হলো।

জগদ্ধাত্রী ঘটনাস্থলে পৌঁছে দেখে, স্বয়ম্ভু, কৌশিকী, কাঁকন এবং স্বয়ংকুকে যে মানুষ করেছে তারা সকলেই সেখানে উপস্থিত। জগদ্ধাত্রী ফোনে স্বয়ম্ভুকে সাহায্য করছে দিবিয়া সেনকে জেরা করার জন্য।

জগদ্ধাত্রী ও কৌশিকের নির্দেশ অনুসারে স্বয়ম্ভু ও তার টিম মুখার্জি পরিবারে পৌঁছে। সেখানে সকলের ঘর তল্লাশি করা হচ্ছে। তল্লাশি করা হচ্ছে বলে রাজনাথ স্বয়ম্ভুকে এক চড় মারে।

Related Articles